কুষ্টিয়ায় কয়েক ঘণ্টার ব্যবধানে হাসপাতালে চিকিৎসাধীন দুই কারাবন্দির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাত ১টায় ও শুক্রবার সকাল সাড়ে ৬টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয় বলে জানিয়েছেন জেলা কারাগারের তত্ত্বাবধায়ক আব্দুল বারেক।
নিহতদের মধ্যে আজমল প্রামাণিক (৬০) কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ইসলামপুর গ্রামের খলিল প্রামাণিকের ছেলে। তিনি একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে গত ৩০ নভেম্বর থেকে কারাবন্দি ছিলেন।
আবুল কালাম কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি ভ্রাম্যমাণ আদালতের মাদক মামলায় গত ২৮ জুলাই থেকে তিন মাসের সাজাপ্রাপ্ত কয়েদি ছিলেন।
২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. তাপস কুমার সরকার জানান, বৃহস্পতিবার রাতে আজমল প্রামাণিক হৃদরোগে এবং আবুল কালাম পাকস্থলির জটিলতা নিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। তাদের প্রয়োজনীয় চিকিৎসা চলছিল।
পরে বৃহস্পতিবার রাত ১টায় আজমল এবং শুক্রবার সকাল সাড়ে ৬টায় আবুল কালামের মৃত্যু হয়।
কারাগারের তত্ত্বাবধায়ক আব্দুল বারেক বলেন, মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহের ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।