জামালপুরের মেলান্দহে মাদক, জুয়া, ইভটিজিং, অশ্লীলতা, সন্ত্রাস, জঙ্গীবাদ সহ সামাজিক বিশৃঙ্খলা রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জনসচেতনতামূলক বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ আগষ্ট ) বিকেল ৪টায় উপজেলার ঝাউগড়া উচ্চ বিদ্যালয় হলরুমে মেলান্দহ থানা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ফারুক আহম্মেদ চৌধুরী, মেলান্দহ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার মাদারগঞ্জ সার্কেল স্বজন কুমার সরকার,ঝাউগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আঞ্জুমনোয়ারা চৌধুরী হেনা,ঝাউগড়া আইডিয়াল উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক শহীদুর রহমান, ঝাউগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হিল্লোল সরকার।
উপজেলা যুবলীগের সভাপতি ইব্রাহিম খলিলুল্লাহ সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, মসজিদের ইমাম,সনাতন ধর্মের প্রতিনিধি,সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে, পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম বলেন, এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বিট পুলিশের কার্যক্রমকে আরো জোড়দার করতে হবে। বিট পুলিশিং সেবার মাধ্যমে সামাজিক সমস্যা সমাধান করা সম্ভব। বিশেষ করে মাদক, জুয়া, বাল্যবিবাহ প্রতিরোধে আমাদের পুলিশ সর্বদায় প্রস্তুত রয়েছে। জেলা পুলিশ মাদক ও জুয়ার বিষয়ে কোন আপোষ করবে না। যেখানেই মাদক সেখানেই প্রতিরোধ করা হবে। কোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না। আমরা ৮ টি বিষয়কে সামনে নিয়ে কাজ শুরু করেছি। ৬০ দিনের টার্গেট করে আমরা লক্ষিত জায়গায় পৌঁছতে চাই। পুলিশের পক্ষে সব অপরাধ দমন করা সম্ভব নয় তাই বিট পুলিশিং এর মাধ্যমে সেবা নিশ্চিত করতে হবে। এসময় জেলা পুলিশকে মানবিক পুলিশে রূপান্তর করতে নবাগত পুলিশ সুপার সকলের সকলের সহযোগিতা কামনা করেন।