রংপুর ট্যাকসেস বার এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রংপুর মহানগরের কাচারি বাজারে অবস্থিত কর ভবনের দ্বিতীয় তলায় বারের হলরুমে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি কর উপদেষ্টা জনাব সাইফুল হক। এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক এডভোকেট কাজী মোঃ মুস্তাফিজুর রহমান (দুলাল), সহ-সাধারণ সম্পাদক মোঃ জাবেদ চৌধুরী, কোষাধ্যক্ষ জাফর রিয়াজ, কার্যকরী সদস্য অ্যাডভোকেট মাসুম খান, মোঃ মতলুব হোসেন, আব্দুর রব বাবুল, এডভোকেট জাকিয়া সুলতানা চৈতী, মোঃ মশিয়ার রহমান, আহসান হাবীব, মাসউদুর রহমান চৌধুরী। অন্যান্যদের মধ্যে সিনিয়র কর উপদেষ্টা এডভোকেট দীপক কুমার সাহা, আব্দুল লতিফ, মোঃ আব্দুল মান্নাফ, মোশাররফ হোসেন, অ্যাডভোকেট শফিকুল ইসলাম মুকু, শাহ আতিক আনোয়ার রুপম, মোঃ রফিকুল ইসলাম বাবুল, আলী আহসান করিম বিব্বু, আফরোজা শারমিন কণা, হুমায়ুন কবীর খান মুকুল, মোঃ মাজহারুল ইসলাম মারুফ, মোঃ সাইদুর রহমান রনি, মোঃ রেজাউল ইসলাম সুজন আব্দুল্লাহ আল মামুন, মোহাম্মদ তোফাজ্জল হোসেন, অজয় কুমার সেনগুপ্ত, মোঃ কফিল উদ্দিন সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বার্ষিক সাধারণ সভায় ৩০ জুন, ২০২৩ সমাপ্ত বছরে বারের আর্থিক বিবরণী, ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট এবং সংগঠনের কল্যাণ তহবিল বিষয়ে প্রস্তাবনা উত্থাপন করা হয়। সংগঠনের সদস্যগণ উল্লেখিত বিষয়ের উপর তাদের মতামত ব্যক্ত করেন এবং নানাবিধ বিষয়ে প্রস্তাবনা পেশ করেন।##