রংপুরে ডেঙ্গুর লক্ষণ ও ডেঙ্গু প্রতিরোধে জোরালো উদ্যোগ গ্রহণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। লাল-সবুজ সোসাইটি রংপুর জেলা শাখার উদ্যোগে বুধবার (০৯ আগস্ট) সকালে রংপুর টাউন হলের সামনের সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে সেখানে লাল-সবুজ সোসাইটি রংপুর জেলা শাখার আহ্বায়ক তাসনিম হাসানের সভাপতিত্বে এক সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদস্য মেছবাহুল হাসান, নাহিদা সুলতানা, ইয়াছিন উজ্জ্বল, সুমাইয়া আক্তার, দীন মোহাম্মদ প্রমুখ। বক্তারা বলেন, সারাদেশের মশাবাহীত ডেঙ্গু প্রকোপ আকার ধারণ করছে। বর্তমানে দেশে প্রায় প্রতিদিনই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মানুষ মারা যাচ্ছে। তারপরও ডেঙ্গু প্রতিরোধে কোন ধরনের সচেতনতামূলক প্রচারণা কিংবা জোরালো কোন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। বক্তারা জরুরী ভিত্তিতে ডঙ্গু প্রতিরোধে জোরালো উদ্যোগ গ্রহণের দাবি জানান।