শিক্ষা মন্ত্রণালয়ের আদেশ বাস্তবায়ন ও বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ নিয়ে বিভ্রান্তি নিরসনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ আগস্ট ২০ ২৩) দুপুরের দিকে প্রেসক্লাবের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করেন।
উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন, বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ শিক্ষক সমিতি সভাপতি প্রফেসর ড. নজরুল ইসলাম খান। তিনি বলেন, ইতোমধ্যে যে ২৩ কলেজের বিরুদ্ধে চিঠি দিয়েছে ২৮ ফেব্রুয়ারি ২০২৩ সেই চিঠির বাস্তবায়নটুকু আমরা চাইছি। সেই চিঠির বাস্তবায়ন করতে জেলা শিক্ষা অফিসগুলো গড়িমসি করছে। আমরা চাই অতি দ্রুত এই চিঠিগুলো বাস্তবায়ন করা হোক এবং লাল তালিকাভুক্ত যেই কলেজ গুলো আছে। তাদের অপপ্রচার বন্ধ করা হোক। এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যারা পাশ করেছে তাদের স্কেল পেতে যেন কোন সমস্যা না হয় জোর দাবি জানাচ্ছি।
এ সময় উপচ্ছিত ছিলেন, বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বাবুল হোসেন, অধ্যক্ষ জয়নাল আবেদীন, অধ্যক্ষ সাদিয়া আফরোজ, অধ্যক্ষ কালীপদ রায়, অধ্যক্ষ রঞ্জু শেখ, অধ্যক্ষ সিরাজুল ইসলাম, শেখ আব্দুল মান্নান, আব্দুল হাই সিদ্দিকী, রশিদুল হাসান কচি, শহিদুল ইসলাম বাবলা, রেজাউল হক, আজিজা মাহফুরা, আমিনুর রহমান, সৈয়দা ফেরদৌসী, পীযূষ চন্দ্র রায়, মাকসুদা পারভিন, জহুরুল হক, শাহিনা আক্তার, মাহমুদা খাতুন, খন্দকার আলমগীর, মাহমুদ হাসান, সাখাওয়াত হোসেন প্রমুখ সহ ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।