গাজীপুরের শ্রীপুরে ধান খেতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ০৮ আগষ্ট উপজেলার গোসিংগা ইউনিয়নের ১ নং ওয়ার্ড কর্নপুর জানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। “ছানীয়রা জানান, বিনিময় প্রজেক্টের নামে একটি প্রতিষ্ঠান জানপাড়া এলাকায় জমি কিনে প্রজেক্ট তৈরি করে এবং সেখানে বিভিন্ন ধরনের চারাগাছ লাগিয়ে কেয়ারটেকারের মাধ্যমে রক্ষণাবেক্ষণ করছেন। একই সাথে প্রজেক্টের চারপাশ বিদ্যুৎতের সংযোগ দিয়ে রাখা হয়। সোমবার বিকেলের দিকে ঐ এলাকার মৃত জনাব আলীর ছেলে জামাল উদ্দিন (৬০) তার ধান ক্ষেতে সার দেওয়া ও ক্ষেতে পানি ছাড়ার কাজে জমিতে নামে। এক পর্যায়ে প্রজেক্টের সীমানার কাঁটাতারে বেড়ার সাথে বিদ্যুৎ সংযোগ থাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় তিনি। এদিকে পরিবারের অন্যান্য সদস্যরা তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে পরেরদিন মঙ্গলবার সকালের দিকে তাকে ধানের খেতে প্রজেক্টের কাঁটাতারে বেড়ার সাথে মৃত অবচ্ছায় পাওয়া যায়। এই ঘটনায়, বিনিময় প্রজেক্টের কেয়ারটেকার সালাম ও অফেস আলীকে ঘটনাচ্ছল থেকে আটক করে এলাকাবাসী। এস আই এ এম তাজমুল করিম জানান, গোসিংগা ইউনিয়ন কণপুর জানপাড়া এলাকায় বিনিময় প্রজেক্টের সীমানা কাঁটাতারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু হয়। এমন খবর পেয়ে ঘটনাচ্ছলে এসে মরদেহ উদ্ধার করা হয়। পরে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম নাসিম ঘটনা “ছলে এসে পরিদর্শন করেন এবং নিহতের লাশ ময়না তদন্তের জন্য শহিদ তাজউদ্দীন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।