ফরিদপুরের আলফাডাঙ্গায় ভাসমান সেতু পারাপারকে কেন্দ্র করে খান ও মিয়া বংশের সংঘর্ষে খান বংশেরঅনন্ত ৭ জন আহত হয়েছে। শনিবার রাত সাড়ে ১০ টায় উপজেলার টগরবন্দ ইউনিয়নের টিটা ভাসমান সেতুর পশ্চিম পাড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত লিয়াকত আলী খান,আশরাফ আলী খান, ইনামুল খান,মুকুল খান, শাহিন খান, রমিম খান ও মিজানুর মোল্যাকে কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রোববার দুপুরে ২৩ জনসহ অজ্ঞাত ১০-১২ জনের বিরুদ্ধে আলফাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দিয়েছে মো. লিয়াকত আলী খান। জানা যায়, উপজেলার টিটা গ্রামের খান ও মিয়া বংশের মধ্যে দির্ঘদিনের বিরোধ চলে আসচ্ছে। শনিবার রাতে টিটা গ্রামের দেলোয়ার মিয়ার ছেলে রিয়াজুল ভাসমান সেতু দিয়ে পার হওয়ার সময় সেতুর কর্মচারী লিয়াকত আলী খানের সাথে ভাড়া নিয়ে কথা কাটাকাটি হয়। বাড়িতে পৌঁছে রিয়াজুল এসংবাদ জানালে মিয়া বংশের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে খান বংশের লোকজনের ওপর আতর্কিত হামলা চালায়। এ হামলায় অনন্ত ৭ জন আহত হয়। এলাকাবাসি আহতদের উদ্ধার করে ওই দিন রাতে কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ বিষয়ে দেলোয়ার মিয়া জানান, ভাসমান সেতু পারাপারকে কেন্দ্র করে আমার কলেজের পড়া ছেলেকে লিয়াকত খান পিটিয়ে আহত করেছে। এটা সুনতে গেলে আমাদের ওপর তারা আক্রমণ করে এতে উভয়পক্ষের সাথে সংঘর্ষ হয়। রাতের বেলা তারা কিভাবে আহত হয়েছে বলতে পারবো না। এ সংঘর্ষে আমাদের পক্ষের দুইজন আহত হয়েছে। অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ওসি মো.আবু তাহের।