দেশে বৈরী আবহাওয়া ও খড়ায় যখন খাল বিল ডোবা নালা পানি শুন্য। পাট জাগ দেওয়ার জন্য চাষীরা পানির জন্য হাহাকার। তাই পাট চাষিদের কথা চিন্তা করে খালে পাট জাগ দেওয়ার জন্য ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয় তার ব্যাক্তিগত উদ্যোগে খালে পানি দিলেন । ১লা আগস্ট মঙ্গলবার উপজেলার গাজনা ইউনিয়নের চন্দনা বারাশিয়া নদীর মান্দারতলা ব্রিজ থেকে চত্রাবিল পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার খালে ১৫টি অগভীর নলকুপ থেকে একযোগে পানি দেওয়ার উদ্যোগ গ্রহন করলেন গাজনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া। সকাল সাড়ে ১০টায় মথুরাপুর মাঠে এ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরী । এ সময় উপস্থিত ছিলেন গাজনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া,ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ অলেমান বিশ্বাস, মোঃ আলীম মোল্যা ,সংরক্ষিত সদস্য রাবেয়া বেগম, সাবেক ইউপি সদস্য মোঃ আঃ রশিদ শেখ, ইউপি সচিব অনন্ত কুমার বিশ্বাস, উদ্যোক্তা অমিত কুমার ও স্থানীয় চাষীগণ। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া তার ব্যাক্তিগত এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে উচ্ছাসিত প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন স্থানীয় চাষীরা। প্রশংসায় ভাসছেন তিনি। মাঠে একরের পর একর পাট দাঁড়িয়ে আছে। শুকিয়ে যাচ্ছে জমিতে পাট ক্ষেত । মান্দারতলা খালের পাশের চাষীরা পাট কাটার জন্য প্রস্তুতি নিচ্ছেন। শুকনা খালে ভরে যাবে পানিতে ফিরে পাবে তার হারিয়ে যাওয়া যৌবন। চাষি তার চাহিদা মত পাট জাগ দিতে পারবেন বলেই আশা করছেন। এ দূর সময়ে চাষীদের পাশে চেয়ারম্যানকে পেয়ে খুশি তারা এবং চেয়ারম্যানকে জীবনের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন।