গত ৩১ জুলাই, ২০২৩ সোমবার ভূমিহীন ও গৃহহীন সংগঠন রংপুর জেলার তৃতীয় পদযাত্রা ১৩, ১৪ এবং ১৭ নং ওয়ার্ডের ভূমিহীনদের নিয়ে সকাল ১১টায় রংপুর মহানগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল হতে শুরু হয়। পদযাত্রার শেষ গন্তব্য কাচারীবাজার হলেও প্রশাসনের বাধার মুখে টেক্সটাইল মোড়ে শেষ করতে হয়।টেক্সটাইল মোড়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ভূমিহীন সংগঠনের প্রধান সংগঠক,বাসদ(মার্কসবাদী) রংপুর জেলার আহ্বায়ক কমরেড আনোয়ার হোসেন বাবলু,সদস্যসচিব আহসানুল আরেফিন তিতু ও ভূমিহীন সংগঠকবৃন্দ।নেতৃবৃন্দ বলেন প্রশাসন প্রধানমন্ত্রীর প্রোগ্রামের নিরাপত্তার অজুহাত দেখিয়ে জনগণের ন্যায্য দাবির আন্দোলনে বাধা প্রদান করে জনগণের গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ করেছে।আমরা এর তীব্র নিন্দা জানাই।দুই আগষ্ট প্রধানমন্ত্রী রংপুরে জনসভা করবেন।সেই জনসভা থেকে রংপুর সিটি কর্পোরেশনের হাজার হাজার ভূমিহীনের পুনর্বাসনের জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণের ঘোষণা আমরা চাই।