ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় ডেঙ্গু ক্রমেই প্রকট আকার ধারণ করছে। গত ২৪ ঘন্টায় নতুন করে ৮ জন শনাক্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। জুলাই মাসে এ পর্যন্ত মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ জনে। রোববার (৩০ জুলাই) উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মোহাম্মদ নাজমুল হাচান এ তথ্য নিশ্চিত করে জানান, গত ২৪ ঘন্টায় নতুন শনাক্ত আট রোগীকে আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। অধিকাংশ রোগীদের মধ্যে ঢাকা থেকে এসেই জ্বরে আক্রান্ত হয়ে পড়ছেন বলে জানান তিনি। আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স গত দুই দিন ধরে চিকিৎসা নেওয়া ফারজান সোহেল মিয়া বলেন, ‘গত শুক্রবার আমি ঢাকা থেকে বাড়িতে আসি। প্রথমে হালকা জ্বর ছিলো। পরে পরীক্ষা করলে ডেঙ্গু ধরা পড়ে।’ আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ডা. শফিকুল ইসলাম বলেন, ‘প্রতিনিয়ত রোগীর সংখ্যা বাড়ছে। খুব সর্তকতার সহিত ডেঙ্গু রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। এর পাশাপাশি পরামর্শ দেওয়া হচ্ছে। এদিকে হাসপাতালে গিয়ে দেখা যায় ডেঙ্গু কর্ণার না থাকায় সাধারণ রোগীদের সাথে একই ওয়ার্ডে ডেঙ্গু রোগীকে মশারি টানিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। কেউ কেউ বেডের উপর বসে আত্মীয়-স্বজনদের সঙ্গে খোশ গল্পে মেতে উঠছেন। রোগ নিয়ে কোনো সচেতনতা লক্ষ্য করা যাইনি। এ বিষয়ে হাসপাতালের আরএমও ডা. নাজমুল হাচান বলেন, ৫০ শয্যা হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ড না থাকার জন্য সাধারণ রোগীর সাথে চিকিৎসা দেওয়া হচ্ছে। ‘দায়িত্বে থাকা প্রত্যক নার্সকে এ বিষয়ে সর্তক থাকতে বলা হয়েছে। তবে রোগীদের আরও সচেতন হওয়া দরকার।