ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের গয়েশপুর-বকসিপুর উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন সময় ফরিদপুর জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ কে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন গয়েশপুর বকশিপুর উচ্চ বিদ্যালয়ের বর্তমান সভাপতি, ও কামারখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: জাহিদুর রহমান বিশ্বাস বাবু। কামারখালী ইউনিয়নের নদীভাঙ্গন চরাঞ্চালের মানুষের একমাত্র মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান গয়েশপুর -বকসিপুর উচ্চ বিদ্যালয়। আর এই শিক্ষা প্রতিষ্টানের প্রতিষ্ঠাতা ও সভাপতি ছিলেন কামারখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি এবং গয়েশপুর গ্রামের কৃতিসন্তান মরহুম বীরমুক্তিযোদ্ধা আঃ কুদ্দুস বিশ্বাস। এই বিদ্যালয় নদী ভাঙ্গনে বিলীন হওয়ার পথে। তারই লক্ষে এই শিক্ষা প্রতিষ্ঠান ধরে রাখার জন্য তারই সুযোগ্য পুত্র কামারখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বর্তমান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এবং অত্র প্রতিষ্টানের বর্তমান সভাপতি জাহিদুর রহমান বিশ্বাস বাবু ও তার ভাইগন প্রতিষ্টানে জমি দান করে চরাঞ্চলের মানুষের সু-শিক্ষায় শিক্ষিত করার জন্য শিক্ষা প্রতিষ্ঠান ধরে রেখেছেন। তারই আলোকে সরকারী ভাবে একটি নতুন সেমিপাকা টিনসেট ভবন তৈরী হয়। আর এই ভবন উদ্বোধনের জন্য জেলা প্রশাসকের আগমন । পরে রবিবার বিকালে জাহিদুর রহমান বিশ্বাস বাবু’র সভাপতিত্বে ও আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক আরমান হোসেন বাবু এর সঞ্চালনায় বিদ্যালয় প্রাঙ্গনে নতুন ভবন উদ্বোধন কালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।