গাজীপুর মহানগরীর ৩৫ নম্বর ওয়ার্ডে পশ্চিম কলমেশ্বর এলাকায় দুই সন্তানের জননী বিধবা হাফিজা বেগমের বসত ঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৪ থেকে ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী হাফিজা বেগম।আশঙ্কা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। গত রবিবার (১৬জুলাই) আনুমানিক সকাল ১১টায় এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। বিধবা হাফিজার জানান, সকালে খাওয়ার পর ঘরে ভালো না লাগায় পাশের দোকানে বসে ছিলাম আমি। হঠাৎ ঘরের দিকে তাকালে আগুনের শিখা দেখে ডাক চিৎকার করি, মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা অনেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। নিমেষেই আসবাবপত্র সবই পুড়ে ছাই হয়ে যায়। আগুনে বসত ঘর, রান্নাঘর, বসত ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার জমির দলিল ও আমার মেয়ের সার্টিফিকেট পুড়ে ছাই হয়ে যায়।গেছে বলে দাবি করেন বিধবা হাফিজা বেগম। এতে প্রায় ৪ থেকে ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। স্থানীয়রা জানান, হঠাৎ আগুন দেখে ঘটনা স্থলে গিয়ে সর্বাত্মক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে পারিনি। ৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল্লাহ আল মামুন মন্ডল জানান, ৫ বছর পূর্বে হাফিজার স্বামী সফিউদ্দিন সড়ক দুর্ঘটনায় দুইটি কন্যা সন্তান রেখে মারা যান। বিধবা হাফিজা অনেক কষ্ট করে বসত ঘরটিতে ও দুই মেয়ে, বোন ও তার মাকে নিয়ে বসবাস করে আসছে।বিধবা হাফিজা তার মাথা গোজার থাই টুকু হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন।