আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে (বোয়ালমারী-আলফাডাঙ্গা-মধুখালি) ফরিদপুর-১ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি এবং জাতীয় দৈনিক নবচেতনা পত্রিকার সম্পাদক ও প্রকাশক লায়ন মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে বলেই দেশ আজ উন্নয়নের স্বর্ণশিখরে। গত শুক্রবার সন্ধ্যায় বোয়ালমারি উপজেলার গোহাইলবাড়ি বাজার, বানিয়ানি ও বান্দুগ্রাম বাজারে অনুষ্ঠিত এক পথসভায় তিনি এ কথা বলেন। সভায় লায়ন মো. সাখাওয়াত হোসেন সরকারের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে বলেন, পদ্মাসেতু, রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র, গভীর সমুদ্র বন্দর, শিক্ষার হার বৃদ্ধির পাশাপাশি অনেক মেগা প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে দেশ শুধু উন্নয়নের দিকেই ধাবিত হচ্ছে। তবে উন্নয়নের এই অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে সকলকে বুঝিয়ে দিতে হবে “নৌকাই দেশের উন্নয়নের প্রতীক”।
এ সময় তিনি বলেন, ফরিদপুর-১ আসন থেকে ২০০৬, ২০১৪ ও ২০১৮ সালে আমি মনোনয়ন প্রত্যাশী ছিলাম। এবারও আমি মনোনয়ন প্রত্যাশী। এই আসন থেকে অনেকেই মনোনয়ন চাচ্ছেন। দলীয়প্রধান জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেন, আশা করি সবাই আমার জন্য কাজ করবেন। আর যদি আমি মনোনয়ন না পাই, তবে যে মনোনয়ন পাবে, আমি তার জন্য কাজ করব। তিনি আরো বলেন, যদি জননেত্রী শেখ হাসিনা আমাকে যোগ্য মনে করে মনোনয়ন দেন তাহলে আমি সবাইকে সাথে নিয়ে এলাকার উন্নয়ন করবো। আমি অনেকদিন ধরেই নিজ খরচে এলাকার মসজিদ, মাদ্রাসা, স্কুলের উন্নয়ন করেছি। এ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোস্তফা জামান সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক সরজ কুমার কর, ময়না ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর সিদ্দিকী, ময়না ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মৃধা তারিকুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য রঞ্জু আহমেদ, ময়না ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য উমর ফারুক, ঘোষপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি বোরান উদ্দিন মোল্যা, ঘোষপুর ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চিত্ত রঞ্জন কুন্ডু, ময়না ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জদু মালো, ময়না ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের সাবেক মেম্বর আকুল, ময়না ইউনিয়ন ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ছামাদ, ময়না ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের সাবেক মেম্বর জামাল, আবুল কালাম, আলিনুর ফকির প্রমুখ। উল্লেখ্য ফরিদপুর-১ নির্বাচনী এলাকায় (বোয়ালমারী-মধুখালী-আলফাডাঙ্গা) মোট চার লক্ষ ৮০ হাজার ১৭ জন ভোটার। এরমধ্যে পুরুষ ভোটারের সংখ্যা দুই লক্ষ ছয়চল্লিশ হাজার ১০৬ আর নারী ভোটার রয়েছে দুই লক্ষ ৩৩ হাজার ৯১১ জন।