বৃহস্পতিবার তিনদিন ব্যাপি মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের সকল প্রকার ভাতাভোগীদের লাইভ ভেরিভিকেশন শেষ করা হয় । দেখা যায় ফরিদপুরের মধুখালী উপজেলার মধুখালী সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগীদের লাইভ ভেরিফিকেশন সোমবার থেকে শুরু হয়েছে। কামারখালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সোমবার সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন মধুখালী উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা নির্দেশে কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরান। এ সময় সমাজসেবা অফিসের ইউনিয়ন সমাজকর্মী আকলিমা আক্তার , ইউনিয়ন সমাজকর্মী রুমা খাঁন সহ ইউনিয়ন সচিব আফিয়া আক্তার ইউ.পি. সদস্য গন, গ্রামপুলিশগন প্রমুখ উপ¯ি’ত ছিলেন। জানা যায় কামারখালী ইউনিয়নে বয়স্ক ভাতা ৭৭৮, বিধবা -২৯২ এবং প্রতিবন্ধী ৪৭১ সহ মোট ১৫৪১ আছে। এর মধ্যে তিনদিন ব্যাপি সোম, মঙ্গল ও বৃহস্পতিবার পর্যন্ত লাইভ ভেরিভিকেশন করা হয় ভাতাভোগীদের উপ¯ি’তিতে বয়স্ক- ৬৮০ জন ,বিধবা-২৬২ এবং প্রতিবন্ধী ৪২২জন।