ফরিদপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসনে ইমামদের করণীয় শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা গতকাল অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১০ টায় ফরিদপুর সদর উপজেলা মাল্টিপারপাস হল রুমে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন, ফরিদপুর ও ইসলামিক ফাউণ্ডেশনের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের সুদক্ষ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো: কামরুল আহসান তালুকদার , বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব শামীম হক, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) জনাব এমদাদ হোসাইন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আব্দুর রাজ্জাক মোল্লা, যুগ্ম পরিচালক (এনএসআই) জনাব মজিবর রহমান প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব আশেকুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), ফরিদপুর এবং প্রধান আলোচক ছিলেন ইমাম প্রশিক্ষণ একাডেমির পরিচালক মো : আনিসুজ্জামান শিকদার। এছাড়া, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউণ্ডেশন ফরিদপুরের উপ-পরিচালক জনাব মো: শাহাবুদ্দীন। জেলার নয়টি উপজেলার প্রায় ৬০০ ইমাম ও খতিবদের অংশগ্রহণে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।