ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা বানা ইউনিয়নের কুঠরাকান্দী গ্রামের বাসিন্দা অটোভ্যান চালক আলম শরীফের স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে নিয়ে ছয় জনের সংসার। সংসারে অভাব লেগেই থাকতো।একমাত্র ছেলে রোমান শরীফ পড়ালেখা ছেড়ে ধরেন অটোভ্যানের হ্যান্ডেল। ভালোভাবেই চলছিল তাদের সংসার। তিন বছর আগে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে রোমান। ফকিরের তেল পড়া, তাবিজ কবিজসহ চলে কবিরাজি চিকিৎসা। ধিরে ধিরে রোমানের অসুস্থর মাত্রা বাড়তে থাকে। এখন রোমান নিজ থেকে বসতে পারেনা। লোকজন দেখলে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে মিষ্টি হাসি দেয়। কোনো কথা বলতে পারে না। কয়েক মাস আগে আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে চিকিৎসকরা বলেছে ঢাকা নিয়ে উন্নত চিকিৎসা করালে ভালো হয়ে যাবে রোমান। ছেলেকে ফকির ও কবিরাজ দিয়ে চিকিৎসা করাতে ইতোমধ্যে দুই লাখ টাকা খরচ করে ফেলেছে। কয়েকটি এনজিও থেকে ঋণ নিয়েছে। এখন প্রতি সপ্তাহে পরিশোধ করতে হচ্ছে ঋণের টাকা। ছেলেকে ঢাকায় চিকিৎসা করাতে গেলে কয়েক দিন ভ্যান চালানো বন্ধ রাখতে হবে। এতে করে বাড়বে ঋণের বোঝা। ভ্যান চালক পিতার পক্ষে ছেলের চিকিৎসা খরচ বহন করা কঠিন হয়ে পড়েছে। এ পর্যন্ত ঋণ করে চিকিৎসা চালিয়ে এলেও এখন চোঁখে মুখে অন্ধকার দেখছেন। এ অবস্থায় তিনি ছেলের চিকিৎসায় সমাজের দয়াবান ও বিত্তবানদের সাহায্যর হাত বাড়ানোর অনুরোধ করেছেন মা-বাবা। রোমানের জন্য টাকা পাঠানো যাবে এই ব্যাংক হিসাবে-রমজান আলী, হিসাব নম্বর: ২০৫০৭৭৭৬৭০০০১৭৯৪১ ইসলামী ব্যাংক লিমিটেড, আলফাডাঙ্গা শাখা, ফরিদপুর। এ ছাড়া আর্থিক সহায়তা পাঠাতে ০১৩১৮৭৮০৬৬৯ নম্বরেও বিকাশ করা যাবে।