ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের সালামতপুর গ্রাম বর্তমান রউফনগর গ্রামের বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ স্মৃতি যাদুঘর ও গ্রš’গার প্রায়ই বন্ধ থাকে বলে স্থানীয় ও দর্শনার্থীদের মাধ্যমে অভিযোগ পাওয়া যায়। সংবাদ শুনে বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে বেলা ১২.৩০মিনিটের সময় যাদুঘর বন্ধ থাকার সত্যতা পাওয়া যায়। এ বিষয়ে মোবাইলে ফোন দিয়ে জানা যায় লাইব্রেরীয়ান মুন্সী সাইদুর রহমান শওকত তার ছেলেকে আনতে কামারখালী বাজার এসেছেন আর বিপুল হোসেন পেপার আনতে কামারখালী বাজার এসেছেন আর বাইরে থেকে দর্শনার্থী এসে গেটে তালা মেরে দেখে ভীড় জমাচ্ছেন। এ বিষয়ে আশে পাশে স্থানীয়দের মাধ্যমে জানা যায় যাদুঘরের চাকুরীজীবিরা এলাকার প্রভাবশালী লোক হওয়ায় কেহ কোন কিছু বলতে পারে না । আর প্রায় প্রায়ই সময় বিনা কারনে, বিভিন্ন কারনের দোহায় দিয়ে সময় কেটে বিশ্রাম ভোগ করে অফিস চলাকালীন সময়ে নিজেদের সংসারের অন্য কাজকর্ম করে। আরও জানা যায় একজন সুযোগ ভোগ করলে আরেকজন সুযোগ করে কারন দুই জনই প্রভাবশালী। এ বিষয়ে জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলামকে জানালে তিনি বলেন বিষয়টি অবগত হলাম তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরানকে অবগত করা হয়েছে। তাই যাদুঘরের সৌন্দর্য্য বাড়াতে হলে স্থানীয়দের অন্যত্র বদলী করে যাদুঘরের সুনাম বৃদ্ধি করা হোক । পাশাপাশি যাদুঘরের সম্পদ রক্ষার্থে নাইট গার্ড নিয়োগ দেওয়ার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে জেলা পরিষদের নিকট জোরালো দাবী জানান।