কুষ্টিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেশের জনপ্রিয় পত্রিকা এবং সাহসী সাংবাদিকতার ১০ বছর পূর্ণ করে ১১ বছর এ পদাপূর্ণে দেশ ও জনগণের মুখপত্র দৈনিক স্বদেশ প্রতিদিন পত্রিকার ১০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১ টার সময় কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসিতে সাংবাদিক পিনু-খোকন মিলনায়তনে কেক কাটা এবং আলোচনাসভার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। বাংলাদেশ আওয়ামীলীগের কুষ্টিয়া জেলা শাখার সাধারন সম্পাদক আজগর আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেশ ও জনগণের মুখপত্র দৈনিক স্বদেশ প্রতিদিনের ১০তম প্রতিষ্ঠাবার্ষিকীর উপলক্ষে কেক কাটেন। দৈনিক স্বদেশ প্রতিদিন পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি ফয়সাল চৌধুরীর সভাপতিত্বে এবং সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারন সম্পাদক মাহামুদ হাসানের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এর সহসভাপতি আফরোজা আক্তার ডিউ, কুষ্টিয়া প্রেসক্লব কেপিসি এবং সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব । স্বদেশ প্রতিদিন স্বদেশের কথা লিখবে, দেশের উন্নয়নের কথা লিখবে এমন মন্তব্য করে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামীলীগের সাধারন সম্পাদক আজগর আলী বলেন, গণমাধ্যম রাষ্ট্র এবং দেশের মানুষের কল্যানে গুরুত্বপূর্ন ভুমিকা রাখে। তাই বস্তুনিষ্ঠ লেখনির মাধ্যমে স্বদেশ প্রতিদিন পত্রিকা দেশ এবং সরকারের উন্নয়নের কথা তুলে ধরে দেশে সুনাম অর্জনে ভুমিকা রাখবে। এ সময় আরো উপস্থিত ছিলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ও দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি মিলন উল্লাহ, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র কোষাধক্ষ্য ও দৈনিক সময়ের আলো পত্রিকার জেলা প্রতিনিধি ইসমাইল হোসেন, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান, কোষাধক্ষ্য ইমরান হাসান পাপ্পু, দপ্তর সম্পাদক ও আনন্দ টেলিভিশনের জেলা প্রতিনিধি ফিরোজ কায়সার, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দৈনিক সকালের সময় পত্রিকার জেলা প্রতিনিধ মো. চাঁদ আলী, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র দপ্তর সম্পাদক ও দৈনিক নবচেতনা পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি এস এম ওয়ালিদুজ্জামান শুভ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সালমান শাহরিয়া রাজু, দৈনিক লাখো কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি সামরুজ্জামান (সামুন), দৈনিক আজকের পত্রিকার মিরপুর প্রতিনিধি মো. রাশিদুজ্জামান রাশেদ, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া সদস্য এম এ ওহাব, দৈনিক বাংলাদেশে আলোর প্রতিকার জেলা প্রতিনিধি সুমন মাহমুদ, দৈনিক গণকন্ঠ পত্রিকা জেলা প্রতিনিধি সাইফ উদ্দিন আল আজাদ, সাংবাদিক সুমন, রাজু, সাকিব আল হাসান প্রমুখ। এ সময় অতিথিরা বলেন, দৈনিক স্বদেশ প্রতিদিন পত্রিকা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে গণমানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে, দৈনিক স্বদেশ প্রতিদিন পত্রিকা অর্থনৈতিক, শিক্ষা-সংস্কৃতি কৃষি ও কৃষকের কথা বলবে। দেশে উন্নয়নের তুলে ধরবে এই কামনা করছি। মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশের উন্নয়নকে তুলে ধরে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করবে বলে আশা করছি, স্মার্ট বাংলাদেশ গড়ার সহায়ক হবে দৈনিক স্বদেশ প্রতিদিন। এসময় জেলার বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক এবং বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতীর শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।