ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের গড়াই ও মধুমতি নদীর ভয়াবহ ভাঙন থেকে শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন স্থাপনা সহ বিস্তীর্ণ গ্রামের মানুষের ঘরবাড়ী রক্ষায় বালু ভর্তি জিও ব্যাগ ডাম্পিং কাজ শুরু হয়েছে। মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিভিন্ন স্পটে গড়াই ও মধুমতির নদীর ভাঙন ঠেকাতে বালু ভর্তি জিও ব্যাগ ডাম্পিং শুরু করেছে ফরিদপুর বোয়ালমারী পানি উন্নয়ন বোর্ড। বালু ভর্তি জিও ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন করেন কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরান, কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মনিরুজ্জাামন চৌধুরী টার্গেট । এ সময় আরও উপস্থিত ছিলেন ফরিদপুর বোয়ালমারী পাউবোর কর্মকর্তা বৃন্দ সহ মামুনুর রহমান , রুবেল এবং ফরিদপুর -১ আসনের জাতীয় সংসদ সদস্যের প্রতিনিধি মাসুদ হোসেন , ঠিকাদার প্রতিষ্ঠানের দুলাল মোল্যা প্রমুখ। ভাঙন থেকে বিস্তীর্ণ এলাকা রক্ষায় প্রয়োজনীয় সংখ্যক বালু ভর্তি জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রম অব্যাহত থাকবে। মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায় কামারখালী ইউনিযনের গড়াই ও মধুমতির নদীর বিভিন্ন স্পটের ভাঙ্গন ঠেকাতে এই জিও ব্যাগের ডাম্পিং কাজ শুরু হয়েছে এবং কাজ ভালো হচ্ছে বলে দেখা যায়।