ফরিদপুর সদর উপজেলা পরিষদের হলরুমে বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত” হয়েছে। ১৮ জুলাই মঙ্গলবার সকাল ১১টায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে সুইজারল্যান্ডের আর্থিক সহযোগিতায় পরিচালিত রিইন্টিগ্রেশন অব মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে মঙ্গলবার ফরিদপুর সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালী। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা। বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ মো: আখতারুজ্জামান, উপজেলা কৃষি অফিসার মোঃ আনোয়ার হোসেন, কোতোয়ালি থানা ওসি (অপারেশন) মো: গাফফার হোসেন। এছাড়াও বেসরকারী সংস্থার প্রতিনিধি বøাষ্টের সমন্বয়কারী এ্যাড শিপ্রা গোস্বামী, সাংবাদিক, সম্ভাব্য অভিবাসী, বিদেশ ফেরত অভিবাসী ও তাদের সদ্যসগণ প্রমূখ উপস্থিত ছিলেন। কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান করেন ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর আসাদুল্লাহ। মুল প্রবন্ধ উপস্থাপন করেন ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মাইগ্রেশন প্রোগ্রাম ফরিদপুর এমআরএসসি খালিদ মোহাম্মদ সাইফুল্লাহ। কর্মশালায় বিদেশফেরত অভিবাসীরা তাদের প্রবাস জীবনের অভিজ্ঞতা তুলেন ধরেন। এছাড়া সকলের অংশগ্রহণে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের সেবা সংক্রান্ত বিষয় নিয়ে মুক্ত আলোচনা করা হয়।