টাঙ্গাইলে নির্মাণাধীন বঙ্গবন্ধু রেলসেতুতে ধাক্কা দিয়ে বালুবাহী একটি ভলগেট ডুবে গেছে। এ ঘটনায় ভলগেটে থাকা ছয়জন যমুনা নদী সাঁতরে তীরে উঠে নিজেদের জীবন বাঁচিয়েছেন। রোববার (১৬ জুলাই) সকালে ঘটনাটি ঘটে। খোঁজ নিয়ে জানা গেছে, সিরাজগঞ্জ থেকে টাঙ্গাইলের দিকে বালুবাহী একটি ভলগেট যাচ্ছিল। ভলগেটটি নির্মাণাধীন বঙ্গবন্ধু সেতু রেলসেতুর ৬ নম্বর পিলারে ধাক্কা দিয়ে যমুনা নদীতে তলিয়ে যায়। বঙ্গবন্ধু সেতুপূর্ব নৌপুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল জানান, সকালের দিকে একটি ভলগেট বালু নিয়ে যাওয়ার সময় স্রোতের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রেলসেতুর ৬ নম্বর পিলারে ধাক্কা দেয়। পরে সেটি বঙ্গবন্ধু সেতুর ৭ নম্বর পিলারের কাছে গিয়ে ডুবে যায়। এসময় ভলগেটে থাকা ৬জন সাঁতরে পাড়ে চলে আসেন।