লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ৭নং ওয়ার্ডে উপ-নির্বাচনে ভোটদের উপস্থিতি একেবারেই কম। পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস ও ম্যাজিষ্ট্রেটের কঠোর নজরদারীতে লালমনিরহাটের ভেলাবাড়ী একটি ওয়ার্ডে উপ-নির্বাচনের ভোট গ্রহন চলছে। তবে ভোটদের উপস্থিতি চোখে পড়ার মত নয়। সোমবার (১৭ জুলাই) আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ৭নং ওয়ার্ডে উপ-নির্বাচন পশ্চিম ভেলাবাড়ী এবতেদায়ী মাদরাসা কেন্দ্রে সকাল ৮ টা থেকে ভোট গ্রহন শুরু হয়েছে। তবে বিকেল ৪ টা পর্যন্ত এ ওয়ার্ডের ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এ ওয়ার্ডে ভোটার সংখ্যা ২১৬০ জন। এর মধ্যে পুরুষ ১১২০ জন ও নারী ১০৪০ জন। উক্ত ওয়ার্ডের উপ-নির্বাচনে প্রতিন্দ্বন্দ্বিতা করছেন আঃ মতিন সরকার ও ওই ওয়ার্ডের প্রয়াত ইউপি সদস্য আলতাফ হোসেন এর স্ত্রী মোছা: আনোয়ারা বেগম। আদিতমারী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার ফারুক আহমেদ বলেন, প্রশাসনের কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন চলছে। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে বেচে নিতে পারবেন। উল্লেখ্য যে, ২০২৩ সালের ১০ মে ইউপি সদস্য আলতাফ হোসেন মারা যাওয়ায় ৭ নং ওয়ার্ডটি শুন্য ঘোষণা করা হয়। মুলত: সেই ওয়ার্ডের আজ ভোট গ্রহন করা হচ্ছে।