ঢাকার সেন্ট্রাল হাসপাতালের ঘটনায় দুইজন চিকিৎসককে গ্রেফতারের প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন করেছেন সর্বস্তরের চিকিৎসকরা। গতকাল রবিবার বেলা ১২টার দিকে কুষ্টিয়া ম্যাটসের সামনে এই মানববন্ধনে বিভিন্ন সংগঠনের ব্যানার নিয়ে এসে যুক্ত হন বিশেষজ্ঞ চিকিৎসকরা। ঘন্টাব্যপী চলা উক্ত মানববন্ধনে বিএমএ ও স্বাচিপের নেত্রী ডা. আসমা জাহান লিজা, বিএমএ কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম সম্পাদক ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আরএমও ডা. তাপস কুমার সরকার, ডা. ইকবাল কবীর, ডা. আরিফুজ্জামানসহ বিশেষজ্ঞ চিকিৎসকরা বক্তব্য রাখেন। এসময় বক্তারা বলেন, তদন্ত করে প্রমান হওয়ার আগেই বলা হচ্ছে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর কথা। তারা করোনাকালে ডাক্তারদের ভূমিকার কথা মনের করিয়ে দিয়ে বলেন, আজ চিকিৎসকদের বুকে লাথি মারা হচ্ছে। তাদের গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে। এসব করে মূলত চিকিৎসকদের মানুষের কাছ থেকে দূরে ঠেলে দেয়া হচ্ছে। তারা ঢাকার সেন্ট্রাল হাসপাতালের ঘটনায় গ্রেফতার দুই চিকিৎসকের নি:শর্ত মুক্তি দাবি করেন। এভাবে চিকিৎসক নিগ্রহ চলতে থাকলে তারা আরো কঠোর কর্মসূচি পালন করবেন। চিকিৎসা বাদ রেখে রাস্তায় নেমে আসার হুমকি দেন বক্তারা। চিকিৎসকরা দ্রুত ‘রোগীও চিকিৎসক সুরক্ষা’ আইন করার দাবিও জানান। মানবন্ধন শেষে বিএমএ ও স্বাচিপের নেত্রী ডা. আসমা জাহান লিজা ১৭ ও ১৮ জুলাই সব বেসরকারি চিকিৎসা কেন্দ্রে জরুরি সেবা ছাড়া সব ধরনের চিকিৎসা সেবা বন্ধ রাখার ঘোষনা দেন।