বগুড়ার আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। শনিবার রাত ৩টায় উপজেলার মুরইল বাজার সংলগ্ন এলাকায় বগুড়া-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- নওগাঁ জেলার সদর উপজেলার দয়ালের মোড় এলাকার ওমর আলীর ছেলে মোস্তাক আলী (৪৫) ও একই জেলার সাপাহার উপজেলার সাপাহার মাস্টার পাড়া এলাকার মৃত. আমজাদ হোসেনের ছেলে রফিকুল ইসলাম (৪৮) এবং ঢাকা জেলার কামরাঙ্গীরচর উপজেলার কামরাঙ্গীরচর এলাকার গফুর প্রামাণিকের ছেলে দাদন মিয়া (৪৬)।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, শনিবার রাত ৩টায় উপজেলার নশরতপুর ইউনিয়নের মুরইল বাজার এলাকায় বগুড়া-নওগাঁ মহাসড়কে পাশে একটি নষ্ট ট্রাক দাঁড়িয়ে রেখে দুই শ্রমিক মেরামত করেছিল। এসময় গতিবেগে আরেকটি ট্রাক সজোরে ধাক্কা দিলে তিনজন গুরুতর আঘাত পায়। এতে করে ঘটনাস্থলে রফিকুল ইসলাম ও দাদন মিয়া মারা যান। পরে স্থানীয়রা গুরুতর মোস্তাক আলীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সেও মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।