কুষ্টিয়ার চৌড়হাস মৌড় এলাকার থেকে বিপুল পরিমাণ অব্যবহৃত করোনার সিরিঞ্জ উদ্ধার করা হয়েছে। গত বুধবার (১২ জুলাই) রাত ৮ টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ সিরিঞ্জ উদ্ধার করা হয়। এ সময় অভিযুক্ত প্লাস্টিক ব্যবসায়ী মো. আতিয়ারকে ৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট দবির উদ্দিন। পরে তিনি উদ্ধার হওয়া সিরিঞ্জ আগুনে পুড়িয়ে ধ্বংস করতে নির্দেশ দেন। পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া শহরের চৌড়হাস মৌড় এলাকার প্লাস্টিক ও ভাঙারি ব্যবসায়ী আতিয়ারের দোকানের সামনে থেকে প্রথমে দুই বস্তা অব্যবহৃত করোনা সিরিঞ্জ উদ্ধার করা হয়। পরে ঐ ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে দোকানের কাছের গুদাম থেকে সরিয়ে রাখা পাশের একটি গলিতে লুকানো চার বস্তায় পাঁচ হাজার পিস সিরিঞ্জ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অব্যবহৃত এসব সিরিঞ্জ সরকারিভাবে সরবরাহকৃত বলে কুষ্টিয়ার সিভিল সার্জন এইচএম আনোয়ারুল ইসলাম নিশ্চিত করেন। তিনি বলেন, ‘সিরিঞ্জগুলো সিভিল সার্জন কার্যালয় চত্বরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। সরকারি সিরিঞ্জ সরবরাহকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’