দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র উদ্যোগে এবং অর্থায়নে ক্রয়কৃত দিনাজপুর পৌর এলাকা পরিচ্ছন্ন করার লক্ষে শনিবার চেম্বার ভবনের সম্মুখ হতে ১৬টি ভ্যান পৌর কাউন্সিলর ও মহিলা কাউন্সিলরদের নিকট হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষে চেম্বার ভবনের হলরুমে চেম্বার নেতৃবৃন্দ ও পৌর কাউন্সিলরবৃন্দের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম’র সভাপতিত্বে বক্তব্য রাখেন চেম্বারের সিনিয়র সহ সভাপতি মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু, সহ সভাপতি মোঃ জর্জিস আনাম, পরিচালক মোঃ মোছাদ্দেক হোসেন, সুজা উর রব চৌধুরী, মোঃ আখতারুজ্জামান জুয়েল, সৈয়দ সাগির আহম্মেদ, শাহেদ রিয়াজ পিম, মোঃ সানোয়ার হোসেন, মোঃ মোস্তফা কামাল মিলন, প্রতাপ কুমার সাহা পানু, সহিদুর রহমান পাটয়ারী মোহন। পৌর কাউন্সিলরদের মোঃ আব্দুল হানিফ দিলন, মোঃ রেহাতুল ইসলাম খোকা, একেএম মাসুদুল ইসলাম মাসুদ, মোঃ আব্দুল্লাহ, সানোয়ার হোসেন সরকার, শাহিন সুলতানা বিউটি, হাসিনা আক্তার, মাজতুরা বেগম পুতুল, মাকসুদা পারভিন মিনা প্রমুখ। সভাপতির বক্তব্যে চেম্বারের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম বলেন,আমরা দিনাজপুর পৌরসভাকে একটি পরিষ্কার পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চাই। পৌরসভার যে কোনো উন্নয়নে চেম্বার অব কমার্স অতীতে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।