দিনাজপুরে পুনর্ভবা নদীতে মাছ ধরা দেখতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে পৌর শহরের গোবরা পাড়া এলাকায় পুনর্ভবা নদীতে এই ঘটনা ঘটে। মৃত শিশু দুটি দিনাজপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের গোবরা পাড়া এলাকার বাবুর ছেলে সিহাব (৪) ও পল্টনের ছেলে রাইয়ান (৪)। তারা একে অপরের মামাতো-ফুফাতো ভাই। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শিশু দুটির চাচা পুনর্ভবা নদীতে মাছ ধরতে গেলে পিছু নেয় ওই দুই শিশু।নদীর তীরে তাদের দেখতে পেয়ে নদীর তীরবর্তী বাড়ীতে তাদের রেখে আবারো মাছ শিকারে যান চাচা। পুনরায় দুই শিশু সবার অগোচরে আবারো নদীতে মাছ ধরা দেখতে গিয়ে কোন এক সময় নদীতে পড়ে গিয়ে গভীর পানিতে তলিয়ে যায়। এদিকে বাড়ীতে দুই শিশুকে দেখতে না পেয়ে খোজাখোজি শুরু করে পরিবারের সদস্যসহ স্থানীয়রা । বেলা সাড়ে ১১টার দিকে শিশু রাইয়ানের মরদেহ নদীতে ভাসতে দেখে এলাকাবাসী উদ্ধার করে। পরবর্তীতে শিশু সিয়াবের মরদেহ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন। দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম নদীতে ডুবে দুই শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। এ ঘটনায় পৃথক পৃথক অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।