কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ছুরিকাঘাতে এবাদুল্লাহ নামে এক সাব মাঝি নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (৬ জুলাই) সকালে উপজেলার উখিয়ার কুতুপালংয়ের ১-পশ্চিম নম্বর ক্যাম্পের এ/৯ ব্লকে এ হত্যাকাণ্ড ঘটে।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, রোহিঙ্গাদের কাছ থেকে মিয়ানমারে তাদের ওপর চালানো নির্যাতনের তথ্য সংগ্রহ করছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। এর অংশ হিসেবে বৃহস্পতিবার আদালতের প্রধান কৌঁসুলি করিম আসাদ আহমাদ খানের নেতৃত্বে প্রতিনিধিরা উখিয়ার একটি রোহিঙ্গা ক্যাম্পে তথ্য সংগ্রহ করছিলেন। ওই সময় ক্যাম্পটির একটি ব্লকের উপ-প্রধান বা সাব মাঝি এবাদুল্লাহকে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা।
ওসি জানান, সন্ত্রাসীরা হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়ে যায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগেও একাধিক ক্যাম্প নেতা, উপ-নেতা ও সাধারণ রোহিঙ্গা হত্যার ঘটনা ঘটেছে। মাদকসহ নানা অনৈতিক ব্যবসার নিয়ন্ত্রণ নিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ পর্যন্ত আড়াইশ হত্যাকাণ্ড ঘটেছে ক্যাম্পবাসী দাবি করেছেন।