কুষ্টিয়া কুমারখালী উপজেলার চাঁপড়া ইউনিয়নের জয়নাবাদ মন্ডল পাড়া গ্রামের গড়াই নদের চর দখল করে বিক্রি করার অভিযোগ এক বি এন পি নেতার বিরুদ্ধে। সরজমিনে যেয়ে দেখা যায় কুমারখালী জয়নাবাদ মন্ডল পাড়া এলাকার পুর্ব পাশে চর দখল করে গড়াই নদের জায়গা দখল করে বিভিন্ন জনার কাছে বিক্রি করেছে। সেই জায়গায় ঘর তুলে বসবাস শুরু করেছেন মজিদের কাছ থেকে কেনা বসবাস কারিরা। এবিষয়ে বি এন পি নেতা আব্দুল মজিদ বলেন এই নদির জায়গা আমি লিজ নিয়েছি একশো বছরের জন্য যারা ঘর বাড়ি বানিয়ে বসবাস করছে তারা গরিব অসহায় মানুষ থাকার কোন জায়গা নাই তাই তাদের কে আমার লিজ নেওয়া জায়গায় থাকতে দিয়েছি। টাকা নিয়ে বিক্রয় করার কথা জিজ্ঞেস করলে তিনি বলেন আমি নদির জায়গা যেহেতু লিজ নিয়েছি সেটা বিক্রয় করার প্রশ্ননই আসে না। নদের জায়গায় বসবাস কারি ছদ্দনাম মহব্বত হোসেন বলেন আমি বি এনপি নেতা আব্দুল মজিদের কাছ থেকে নগদ টাকা দিয়ে কিনেছি এটা উনার জায়গা বলেই আমি নিয়েছি। এই আব্দুল মজিদ ৬ নং চাঁপড়া ইউনিয়নের সাবেক দুইবারের মেম্বার বলেও জানাযায়। এবিষয়ে কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন যেহেতু এই জায়গাটা কুমারখালী অংশে দেখতে হবে যে এটা খাসখতিয়ানের জায়গা না পানি উন্নয়ন বোর্ডের জায়গা ভালো করে কাগজ দেখে জানাতে পারবো। বিষয়ে স্থানীয় সাধারণ জনগণের সাথে কথা হলে তারা বলেন এটা একসময়ের নদীর খাল ছিল আমাদের এলাকার সকল নোংরা পানি এই খাল দিয়ে নদীতে প্রবেশ করত। সেটা বন্ধ হয়ে যাওয়ায় আমরা পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা না থাকায় চরম বিপাকে পড়েছি। আমাদের এলাকায় বর্ষার সময় পানি জমে থাকে এতে আমাদের চলাফেরার বিঘ্ন ঘটে। আবার এদিকে নদীর পাড়ে অবৈধভাবে দখল ও কিনা বেচার মত কার্যক্রম হচ্ছে বলে আমরা জানতে পেরেছি । এ বিষয়ে আমরা ঊর্ধ্বতম কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।