দিনাজপুরে ২০৭ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গত বুধবার দুপুর আড়াইটায় সদর উপজেলার খানপুর সীমান্তে নশনদিঘী নামক এলাকা হতে তাদেরকে আটক করা হয়েছে। ওইদিন রাতেই তাদের নামে কতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন পুলিশের গোয়েন্দা শাখার উপ পুলিশ পরিদর্শক সোহেল রানা। বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধমে জেলহাজতে পাঠানো হয়েছে। আটককৃতরা হলেন, পার্বতীপুর উপজেলার গুলপাড়া গ্রামের তোজাম্মেল হকের ছেলে সাকিব হোসেন ডলার (৩৯) এবং একই উপজেলার নুরনগর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে হাসান আলী (৩০)। মামলার এজাহারসূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ জানতে পারেন পার্বতীপুর হতে দিনাজপুর ফুলবাড়ী বাসস্ট্যান্ড হয়ে কতোয়ালী থানাধীন খানপুর সীমান্তগামী গোবিন্দপুর এলাকায় আসামীদ্বয় মোটরসাইকেলযোগে মাদকদ্রব্য বিক্রয়ের জন্য আসতেছেন। দুপুরে নশনদিঘী এলাকায় ফরমান আলীর হোটেলের সামনে তাদের গাড়ী তল্লাশী করা হয়। এক পর্যায়ে গাড়ি রেখে পালিয়ে যাবার সময় ধাওয়া করে তাদের আটক করা হয়েছে। এসময় তাদের কাছে ২০৭পিচ ইয়াবা ট্যাবলেট যার আনুমানিক মূল্য ৪১হাজার ৪০০শত টাকা এবং সাদা কমলা রঙের সুজুকী মোটরসাইকেল জব্দ করা হয়েছে। যার আনুমানিক মুল্য তিন লাখ টাকা। এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার উপ-পুলিশ পরিদর্শক সোহেল রানা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন মাদকদ্রব্যের ব্যবসার সাথে যুক্ত থাকার কথা স্বীকার করেছেন। উভয়ের নামে পার্বতীপুরসহ বিভিন্ন থানায় একাধিক মাদকের মামলাও রয়েছে। আটককৃতদের নামে নতুন করে আরেকটি মাদকের মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার