গাইবান্ধা সদর থানার মানিক রানা নামে এক উপ-পুলিশ পরিদর্শকের ঘুষ লেনদেন এর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় ওই এসআইকে ক্লোজড করা হয়েছে। গতকাল রোববার (২৫ জুন) সহকারী পুলিশ সুপার(বি-সার্কেল) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘুষ লেনদেনের ঘটনায় গাইবান্ধা সদর থানার এসআই মানিক রানাকে ক্লোডজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এর আগে গত ১৮ জুন ঔধসবং জড়নধৎঃ নামে একটি ফেসবুক আইডি থেকে ভিডিওটি ছাড়া হয়। ঘুষ নেয়ার ওই ভিডিওতে দেখা যায় সদর থানার এসআই মানিক রানা দ্রুত পায়ে হেঁটে থানার এসআইদের অফিস কক্ষে প্রবেশ করছেন। পরে নির্ধারিত একটি টেবিলের চেয়ারে বসে প্রথম দফায় ঘুষ নিয়ে আবারও দাবি করলে এদিক ওদিক তাকিয়ে দ্বিতীয় দফায় ঘুষ নিয়ে পুলিশের পোশাক পরিহিত তার বুক পকেটে রাখে এবং পাশে যার নিকট ঘুষ গ্রহন করেন তাকে হাত দিয়ে থাকতে ইশারা করে চেয়ার থেকে উঠে যান। তবে কার কাছ থেকে কি কারনে তিনি ঘুষ নিয়েছেন বিষয়টি পরিষ্কার হওয়া যায়নি। এর আগে এসআই মানিক রানা গাইবান্ধার পলাশবাড়ী ও সুন্দরগঞ্জ থানায় দায়িত্ব পালন করেন।