ঐতিহাসিক ভুক্তা-বার্থা ঈদগাহ্ মাঠের সামনে ও আশপাশের এলাকায় অবৈধভাবে নদীতে শুকনো মৌসুমে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে ঈদগাহ্ মাঠটি নদী গর্ভে বিলিন হয়ে যাচ্ছে। এই অবৈধ বালু উত্তোলন চিরতরে বন্ধ করে ২০০ বছরের পুরনো ঈদগা মাঠটি ভরাট করে দিয়ে তা রক্ষার্তে নদী পাড় কংক্রিট ব্লক দিয়ে বাধাঁই করে দেয়ার দাবীতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী ও ভুক্তা-বার্থা ঈদগাহ্ মাঠ পরিচালনা কমিটি। শুক্রবার সকালে ঈদ-গাঁ মাঠের ভাঙ্গন কবলিত এলাকায় দাঁড়িয়ে এ মানববন্ধন কর্মসুচী পালন করা হয়। এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, টাঙ্গাইল বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল করিম। ঈদগাহ্ মাঠ পরিচালনা কমিটির সহসভাপতি মতিয়ুর রহমান বলেন, বাপ-দাদার আমলের পুরনো এই মাঠ, এই মাঠে আমরা দুটি ঈদের নামাজ আদায় করি। তাই জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টিআকর্ষন করছি আমাদের মাঠটি রক্ষার্তে দ্রুত উদ্যোগ গ্রহন করুন। বক্তব্য রাখেন, সহ-সভাপতি নুরুল ইসলাম, যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান,৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক তোফাজ্জল হোসেন, ভুক্তা বাজার বণিক সমিতির সাধারন সম্পাদক আলমগীর সরকার, গালা ইউনিয়নের ২নং ইউপি সদস্য রকিবুল তন্ময়, সহদেবপুর ইউপি সদস্য শামীম হোসেন প্রমুখ ।