বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের নিচতলায় সাধারণ জরুরি বিভাগে হাসপাতালে ও কেবিন ব্লকে ভর্তি রোগীদের জরুরী আল্ট্রাসনোগ্রাম সেবাসহ অন্যান্য সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন করেছেন মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ। বৃহস্পতিবার সকালে রোগীদের সুবিধার্থে মাননীয় উপাচার্য মহোদয় এই সেবা কেন্দ্রের উদ্বোধন করেন। এখন আর কেবিনে ভর্তি রোগীদের আল্ট্রাসনোগ্রাম করার জন্য কষ্ট করে ক্যান্সার ভবনে যাওয়ার প্রয়োজন হবে না। ১৯৯৮ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলেও সাধারণ জরুরি বিভাগ ছিল না। বর্তমান উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ মহোদয় দায়িত্বভার গ্রহণের পর তিনি প্রথমবারের মতো রোগীদের সুবিধার্থে সাধারণ জরুরি বিভাগ চালু করেন। বর্তমানে সেখানে এমআরআই, সিটিস্ক্যান, এক্সরে, ল্যাবরেটরি সার্ভিস, করোনা ভাইরাস পরীক্ষার সবধরণের সুযোগ-সুবিধা বিদ্যমান রয়েছে। এর সাথে আজকে যুক্ত হলো আল্ট্রাসনোগ্রাম পরীক্ষার সুযোগ-সুবিধা। মহতী এই কার্যক্রমের উদ্বোধনকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডা. স্বপন কুমার তপাদার, রেডিওলজি বিভাগের চেয়ারম্যান ডা. হাবিবা খাতুন, পরিচালক ( হাসপাতাল) ব্রি. জে. ডা. রেজাউর রহমান, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. পবিত্র কুমার দেবনাথ, মাননীয় উপাচার্য মহোদয়ের একান্ত সচিব ১ সহযোগী অধ্যাপক ডা. মোঃ রাসেল, মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক সহযোগী অধ্যাপক ডা. এস এম ইয়ার ই মাহাবুব, সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. ইন্দ্রজিৎ কুমার কুন্ডু, সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. মোঃ ফারুক হোসেন, সহযোগী অধ্যাপক ডা. অনিন্দিতা দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।