খাগড়াছড়ি প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও পার্বত্যমন্ত্রীর বরাবরে স্মারকলিপি দিয়েছেন পার্বত্য জেলা বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি। তিন পার্বত্য জেলার ২৯২ টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কর্মরত শিক্ষকদের বিশেষ বিবেচনায় জাতীয়করণের দাবিতে শিক্ষক মোঃ আলমগীর হোসেন ইমন এর সঞ্চালনায় বুধবার অনুষ্ঠিত মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক এডভোকেট জসিমউদ্দিন মজুমদার, বাংলাদেশ প্রেসক্লাব খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সদস্য সুজন বড়ুয়া, খাগড়াছড়ি রিপোর্টার্স ইউনিটির সভাপতি চাইথোয়াই মারমা। এসময় শিক্ষক নেতারা উল্লেখ করেন, “সরকার ১০০০ টি নতুন প্রাথমিক বিদ্যালয় স্থাপনের জন্য প্রকল্প গ্রহণ করেছেন। এদিকে আমরা তিন পার্বত্য জেলায় ২৯২ টি বিদ্যালয়ের মাধ্যমে ৩ লক্ষাধিক শিক্ষার্থীদের বিনা বেতনে ১০-১৫ বছর যাবত পাঠদান করে আসছি। আমাদের কারো সরকারি চাকুরিতে আবেদন করার বয়স নাই। তাই মানবিক বিবেচনায় নতুন বিদ্যালয় স্থাপনের পরিবর্তে দীর্ঘ বছর পূর্বে প্রতিষ্ঠিত বেসরকারি বিদ্যালয়গুলো যাচাই বাছাইকৃত ১৪২ টি এবং যাচাই বাছাই বিহীন ১৫০ টি মোট ২৯২ টি বিদ্যালয় এবং কর্মরত শিক্ষকদের জাতীয়করণের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।” এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পার্বত্য জেলা বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জ্যেতি ত্রিপুরা, সাধারন সম্পাদক প্রভাত কুমার চাকমা, সহ সাধারণ সম্পাদক অর্না চাকমা, সহ মহিলা বিষয়ক সম্পাদক প্রিয়াংকা চাকমা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন প্রমুখ।