পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার মোঃ সোহেল রানা (৪২) কুষ্টিয়া পুলিশের হাতে আটক । সোমবার সন্ধ্যা সাতটার সময় কুমারখালী থানাধীন বাটিকামারা কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কে তাকে আটক করেছে কুষ্টিয়া গোয়েন্দা পুলিশ। আটক সোহেল রানা মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের সুবিদপুর গ্রামের মোঃ শওকত আলীর ছেলে ও কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার। পুলিশ সুত্রে জানা যায় মেহেরপুর জেলা হইতে কুষ্টিয়া জেলার কুমারখালী থানা এলাকা দিয়ে মোটরসাইকেল যোগে একজন ব্যক্তি মাদকদ্রব্য বহন করিয়া রাজবাড়ী জেলার দিকে যাইতেছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে এস আই সুলতান মাহমুদ, জেলা গোয়েন্দা শাখা, কুষ্টিয়া সংগীয় অফিসার ফোর্সসহ কুমারখালী থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন । সেই সময় সোর্সের বর্ণনামতে উক্ত মোটরসাইকেলটি সঙ্গীয় অফিসার ও ফোর্সের সামনে দিয়ে যাওয়া কালীন সময়ে থামানোর সংকেত দিলে। না থেমে সংকেত অমান্য করে কনস্টেবল মো: ইনজামুল ইসলামকে ধাক্কা দিয়ে দ্রুত গতিতে কুমারখালী থানা এলাকার দিকে যাইতে থাকে। পুলিশ মোটরসাইকেলটি তাড়া করে কুমারখালী থানাধীন বাটিকামারা সাকিনস্থ তরুন মোড়ে আটক করে । মোটর সাইকেল আরহি সোহেলকে তল্লাশি করে তার ব্যাগ থেকে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করে। মাদকব্যবসার কাজে ব্যবহৃত একটি রেজিঃ বিহীন ব্লু রংয়ের ১৫০ সিসি ণঅগঅঐঅ ঋতঝ ঠ৩ মোটর সাইকেল উদ্ধার করিয়া জব্দ তালিকা মুলে জব্দ করে। কুমারখালী থানায় মাদক মামলা পূর্বক সোহেলকে জেল হাজতে প্রেরন করা হবে।