জামালপুরের বাংলানিউজ ও ৭১ টেলিভিশনের প্রতিনিধি সাংবাদিক গোলাম রাবানী নাদিমকে পিটিয়ে হত্যার ঘটনায় হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে দিনাজপুর সাংবাদিক ইউনিয়ন। সোমবার (১৯ জুন ২০২৩) সকাল ১১ টায় দিনাজপুর সাংবাদিক ইউনিয়ন (রেজি নং রাজ-৫৭৯/৮৬) এর আয়োজনে শহরের মডার্ণ মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক নাদিম হত্যার পিছনে যারা জড়িত তাদের প্রত্যেককে দ্রুত বিচারের আওতার এনে শাস্তি নিশ্চিত করা হোক। এছাড়াও আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে সাগর-রুনি হত্যার বিচারসহ দেশে বিভিন্ন এলাকায় ঘটে যাওয়া সাংবাদিকদের উপর নির্যাতন ও খুনের বিচার করতে হবে। একই সাথে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে সাংবাদিক সুরক্ষা আইন করার দাবী জানানো হয়। বক্তারা আরো বলেন, আমরা দেখে আসছি অপরাধীদের বিরুদ্ধে চার্জশীট দিতে তদন্তকারী কর্মকর্তাদের হাত কাপে কেন? আইন প্রয়োগকারী সদস্যর চেয়ে কি অপরাধীরা বেশি শক্তিশালী? আমরা দেখতে চাই যারা সাংবাদিকদের হত্যা করেছে সাংবাদিকদের সন্তানদের এতিম করেছে তাদের এই সরকারের আমলেই বিচার হয়েছে। মানবন্ধনে বক্তব্য রাখেন বাংলাদশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজ) এর সাবেক সহ-সভাপতি চিত্ত ঘোষ। দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব ওয়াহেদুল আলম আটিষ্ট এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো:শাহিন হোসেন’র সঞ্চালনায় বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ মো:রেজাউল করিম রঞ্জু, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন, সিনিয়র সাংবাদিক কামরুল হুদা হলাল, মো: আব্দুর রহমান, গবেষক ও কলামিস্ট আজহারুল আজাদ জুয়েল, সাংবাদিক মোর্শেদুর রহমান, ইমরুল কায়েস রুপম, মো:আনিসুল হক জুয়েল, সুলতান মাহমুদ, মোফাছিরুল রাশেদ মিলন, মো:আবুল কাশেম, ওয়াহেদুর রহমান, আব্দুস সাত্তার, ইউসুফ আলী, তনুজা শারমীন, বিপুল সরকার সানি, কুরবান আলী প্রমুখ। এ সময় দিনাজপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।