পবিত্র ঈদুল আজহায় এবার টাঙ্গাইলে চাহিদার চেয়ে প্রায় ৪১ হাজার পশু বেশি প্রস্তুত রয়েছে।
সোমবার (১৯ জুন) দুপুরে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রানা মিয়া তথ্য জানান।
জেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্র জানা যায়, চলতি বছর টাঙ্গাইলে কোরবানিযোগ্য গবাদিপশু প্রস্তুত রয়েছে ১ লাখ ৯১ হাজার ৭১৫টি। এর মধ্যে, ৭১ হাজার ৫৬০টি গরু ও ১ লাখ ২০ হাজার ১৫৫টি ছাগল। জেলায় কোরবানির চাহিদা রয়েছে ১ লাখ ৫০ হাজার গবাদি পশুর। উদ্বৃত্ত আছে ৪১ হাজার ৭১৫টি।
অপরদিকে, ক্রেতারা অনলাইন ও স্থানীয় বাজারে কোরবানির পশুর দাম যাচাই-বাছাই করছেন।
খোঁজ নিয়ে জানা যায়, টাঙ্গাইলের চারটি ষাঁড় (বস, মানিক, সাদা বাহার ও বাহাদুর) নিয়ে ক্রেতাদের মধ্যে বেশি আলোচনা হচ্ছে। এসব ষাঁড়ের ওজন ২৫-৫২ মণের মধ্যে। দাম চাওয়া হচ্ছে ১০-২০ লাখ টাকা পর্যন্ত।
দেলদুয়ার উপজেলার ভেঙ্গুলিয়া গ্রামের কলেজছাত্রী হামিদা ছয় বছর ধরে অস্ট্রিলিয়ান ফ্রিজিয়ান জাতের একটি ষাঁড় লালন-পালন করছেন। ষাঁড়টির নাম দেওয়া হয়েছে মানিক। ওজন ৫২ মণ, দাম চাওয়া হচ্ছে ১৫ লাখ টাকা।
সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজায়েত হোসেন কোরবানি উপলক্ষে সাদা বাহার নামের দুটি ষাঁড় গরু প্রস্তুত করেছেন। ২৯ মণ ও ৩১ মণ ওজনের ষাঁড় দুটির দাম চাচ্ছেন ১৭ ও ২০ লাখ টাকা।
সদর উপজেলা হুগড়া গ্রামের আইয়ুব খান বাহাদুর নামের ২৫ মণ ওজনের ষাঁড়টির দাম চাচ্ছেন সাত লাখ টাকা।
কালিহাতী উপজেলার দেউপুর গ্রামের হাতেম আলী তালুকদার প্রায় ২৮ মণ ওজনের ব্রাহামা জাতের বস নামের ষাঁড়টির দাম চাচ্ছেন ১০ লাখ টাকা।
সদর উপজেলার পোড়াবাড়ি ইউনিয়নের খারজানা গ্রামের খামারি সোনা মিয়া জানান, আমিসহ আমাদের এলাকার প্রান্তিক চাষিরা একটা কোরবানির ঈদের পর থেকে আরেকটা কোরবানির ঈদ পর্যন্ত গবাদি পশুগুলো পরম মমতায় লালন-পালন করে বিক্রয়যোগ্য করে তুলি। এসব পশুদের অনেকটা সন্তানের মতো লালন-পালন করি। সন্তান যেমন দূরে চলে গেলে কষ্ট হয়, তেমনি পালিত পশু বিক্রি করতে আমাদেরও খারাপ লাগে। তারপরেও সংসারের সচ্ছলতার জন্য বিক্রি করতে হয়। এবার কোরবানির ঈদকে সামনে রেখে ৩টি ষাঁড় ও ২টি ছাগল প্রস্তুত করেছি।
কলেজছাত্রী হামিদা বলেন, ইতিপূর্বে আমি রতন ও টাইগার নামের দুটি বড় আকৃতির ষাঁড় বিক্রি করেছি। মানিক নামের ষাঁড়টির ন্যায্য দাম পেলে এ বছর বিক্রি করবো।
ছিলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজায়েত হোসেন, গো-খাদ্যের দাম অনেক বেড়েছে। ফলে গবাদিপশু পালনে হিমশিম খেতে হচ্ছে।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রানা মিয়া বলেন, কয়েক বছর ধরে নিজেদের লালন-পালন করা পশু দিয়ে টাঙ্গাইল জেলার চাহিদা মেটানো হচ্ছে। অতিরিক্ত পশু দেশের অন্যান্য জেলা বিশেষ করে রাজধানী ঢাকায় সরবরাহ করা হয়।