খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর সাথে হতকাল দুপুরে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ. এইচ. এম. সফিকুজ্জামান। সাক্ষাৎকালে এ সময়ে উপাচার্য বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে এ ধরনের সেমিনার আয়োজন ইতিবাচক ভূমিকা রাখতে পারে। এটা অত্যন্ত সময়োপযোগী। এর মাধ্যমে শিক্ষার্থীরা সচেতন হয়ে অন্যদের সচেতন করতে পারবে। একই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবিশেষ ভূমিকা রাখতে পারবে। তিনি আরও বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে আমাদের শুধু সচেতন হলে হবে না, ব্যবসায়ীদেরও নীতি-নৈতিকতা থাকতে হবে। পরে উপাচার্য মহাপরিচালককে বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম খচিত ক্রেস্ট উপহার দেন। এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, উপাচার্যের সচিব সঞ্জয় সাহা এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক আতিয়া সুলতানা, অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোঃ ইব্রাহীম হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এ সময়ে উপস্থিত ছিলেন।