পাঁচ উপজেলায় মোট একলক্ষ ৬০ হাজার ৪৭২ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। রোববার সকালে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের টিকাদান কেন্দ্রে একজন শিশুকে নীল রঙের এবং অন্য একজন শিশুকে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাইয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. রফিকুল হাসান রিমন। এসময় সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. এসআইএম রাজিউল করিম ও জেলা ইপিআই সুপারভারজার হাসিবুর রহমান লাবু উপস্থিত ছিলেন।এ সময় সিভিল সার্জন জানান, পঞ্চগড় জেলার পাঁচ উপজেলায় ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ১৮ হাজার ৫০ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী এক লাখ ৪২ হাজার ৪২২ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এ জন্য এক হাজার ৭৭ টি কেন্দ্রে দুই হাজার ১৫৪ জন স্বেচ্ছাসেবী সার্বক্ষণিক কাজ করছে। ভিটামিন এ প্লাস কর্মসূচি সফল করতে জেলা-উপজেলা, ইউনিয়ন ও গুরুত্বপূর্ণ হাটবাজারে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে বলে জানান তিনি।