টাঙ্গাইলের মধুপুরের দোখলা আমতলী বাইদে লেক ও শিশু পার্ক স্থাপনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে গারো আদিবাসীরা। গতকাল শুক্রবার দুপুরে শোলাকুড়ী-দোখলা সড়কে ঘন্টাব্যাপী বিক্ষোভ মিছিল শেষে দোখলা জাতীয় উদ্যানের সামনে প্রতিবাদ সমাবেশ করেন তারা। প্রতিবাদ সমাবেশে জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সাবেক সভাপতি অজয় এ মৃ’র সভাপতিত্বে বক্তব্যে দেন, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক, বাংলাদেশ গারো ছাত্র সংগঠন(বাগাছাস)’র সভাপতি অ্যাডভোকেট জনজেত্রা ও আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি অলিক মৃ, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাংগঠনিক সম্পাদক টনি চিরান ও কোচ সংগঠনের সভাপতি গৌরাঙ্গ বর্মণসহ অন্যান্য গারো নেতৃবৃন্দরা। বক্তারা তাদের বক্তব্যে বলেন, আমতলী বাইদে আদিবাসীদের প্রথাগত আবাদি কৃষি জমিতে জোরপূর্বক লেক খনন ও শিশু পার্ক নির্মাণ পরিকল্পনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হ”েছ। লেক খননকারীদের উদ্দেশ্যে করে বলেন, যদি লেক খননের কাজ শুরু করা হয় তাহলে আগামী দিনে আরো কঠোর আন্দলনের কর্মসূচীর ঘোষণা দেন তারা।