ঠাকুরগাঁও জেলায় রাইটস এন্ড ইমপাওয়ারমেন্ট ফর দি এ্যাডভান্সমেন্ট অফ চিলড্রেন্স ওয়েলবিয়িং (রিচ) প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ১৫ জুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়। ঠাকুরগাঁও সদর উপজেলা প্রশাসনের আয়োজনে, সার্ভিস ইমারজেন্সী ফর রুরাল পিপল (সার্প) এর বাস্তবায়নে ও কার্ক ইন এক্টি, নেদারল্যান্ডস বাংলাদেশের অর্থায়নে অনুষ্ঠিত কর্মশালায় ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো: সামসুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, গেষ্ট অব অনার উন্নয়ন সংচ্ছা সার্প এর নির্বাহী পরিষদের সভাপতি ও জেলা ক্রীড়া সংচ্ছার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, বিশেষ অতিথি দাতা সংচ্ছা কার্ক ইন এক্টি বাংলাদেশের পোর্টফোলিও কো-অর্ডিনেটর ম্যাটিলদ্যা টিনা বৈদ্য, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উন্নয়ন সংচ্ছা সার্প এর পরিচালক হিমাংশু চন্দ্র চন্দ, ঠাকুরগাঁও সদর উপজেলা সমাজসেবা অফিসার শরিফুল ইসলাম, ঠাকুরগাঁও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুনা লায়লা, নারগুন ইউপি চেয়ারম্যান মো: সেরেকুল ইসলাম, রিচ প্রকল্পের কো-অর্ডিনেটর মোনালিসা বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রিচ প্রকল্পের ট্রেনিং অফিসার শরিফুল মির্জা ও প্রকল্পের সাইকো সোশ্যাল অফিসার মোরিনা রায়। উল্লেখ্য, কার্ক ইন এক্টি, নেদারল্যান্ডস বাংলাদেশের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করছে পৌর শহরের জমিদারপাড়া অবচ্ছিত উন্নয়ন সংচ্ছা সার্ভিস ইমারজেন্সী ফর রুরাল পিপল (সার্প)। চলতি বছরের ১ মার্চ থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি ৩ বছর পর্যন্ত রিচ প্রকল্পের সময়কাল। এতে ১ম বছরে ৫৮ লাখ ৭হাজার ৮১৯, ২য় বছরে ৬০ লাখ ৬৯ হাজার ৬৪৭ এবং ৩য় বছরে ৬০ লাখ ৮৯ হাজার ৪৯৬ টাকা মিলিয়ে মোট ১ কোটি ৭৯ লাখ ৬৬ হাজার ৯৬২ টাকা প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে।