কুষ্টিয়া সিভিল সার্জনের আয়োজনে ১৩ জুন বিকেল ৫ টায় সিভিল সার্জন এর কনফারেন্স রুমে কুষ্টিয়া সিভিল সার্জন আনোয়ারুল ইসলাম এর সভাপতিত্বে কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সাথে সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। এ সময় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাপসুল সম্পর্কে শিশুদের উপকারিতা বিষয়ে আলোচনা করা হয় । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি হাজী রাশেদুল ইসলাম বিপ্লব, সিনিয়র তথ্য অফিসার আমিনুল ইসলাম, এম.ও.ডি.সি. কুষ্টিয়া সিভিল সার্জন ডাঃ আব্দুল্লাহ আল রশিদ, কেপিসির সহ-সভাপতি মীর আল আরেফিন বাবু, কেপিসির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম, কোষাধক্ষ্য ইসমাইল হোসেন, দপ্তর সম্পাদক এস, এম, ওয়ালিদুজ্জামান শুভ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সালমান শাহরিয়ার রাজু, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক জাহিদুল হক ডন, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান, দপ্তর সম্পাদক ফিরোজ কায়সার, একুশে সংবাদের কুষ্টিয়া প্রতিনিধি আখতারুজ্জামান মনা সহ এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আগামী ১৮ জুন কুষ্টিয়ায় ভিটামিন এ প্লাস ক্যাম্পিয়ান এর মাধ্যমে শিশুদের খাওয়ানো হবে। সিভিল সার্জন এর টিম কুষ্টিয়ায় এই কার্যক্রম করবে সকল অভিভাবকদের শিশুদের নিয়ে এই ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জন্য অনুরোধ জানিয়েছে সিভিল সার্জন কুষ্টিয়া। শিশুদের সুরক্ষা রাখার জন্যই সরকারের এই প্রচেষ্টা।