গাইবান্ধা সদর উপজেলা ২নং মালিবাড়ী ইউনিয়নের ফারাজীপাড়া (ঘোড়ামাড়া) ঈদগাহ মাঠটি ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এলাকার মৃত জলিল মিয়ার ছেলে জুয়েল মিয়া নামের এক মাটি ব্যবসায়ী এসব আবাদী জমি কেঁটে মাটি বিক্রয় করছেন বিভিন্ন এলাকায়। ফলে পাশ্ববর্তী ঈদগাহ মাঠ ও রাস্তা,ঘাট ভেঙ্গে যাওয়ার অভিযোগ এলাকাবাসির। সদর উপজেলা ২নং মালিবাড়ী ইউনিয়নের ফারাজীপাড়া গ্রামের মৃত আবতাব হোসেনের ছেলে মোঃ আফছার প্রামানিক জানান দীর্ঘদিন থেকে কিছু অসাধু মাটি ব্যবসায়ী তাদের নিজের সুবিধার্থে মাটি বিক্রি করছেন। মাটির দালাল মৃত জলিল মিয়ার ছেলে জুয়েল এসব মাটি কাঁকড়ার নিয়ে যাচ্ছেন বিভিন্ন ইট ভাটায়। ফলে রাস্তাটির বিভিন্ন স্হানে বড়,বড় গর্তের সৃষ্টি হওয়ায় দুর্ঘটনারর আশংকায় শিক্ষার্থীসহ পথচারীদের। ঐ গ্রামের মৃত তহির উদ্দিনের ছেলে মোঃ তোতা মিয়া জানান, আবাদীজমি থেকে প্রতিদিন মাটি কেঁটে নিয়ে যাচ্ছে বিভিন্ন খানে। ঐ গ্রামের মৃত জলিলের ছেলে জুয়েল মাটির দালাল হিসেবে পরিচিত সে দীর্ঘদিন থেকে কাঁকড়া যোগে এসব মাটি নিয়ে যাচ্ছে বিভিন্ন ইট ভাটায়। ফলে এসব কাঁচা রাস্তা ভেঙ্গে যাচ্ছে। বাঁধা দিতে গেলে আমাদেরকে হুমকি দেয়া হয়। মোঃ সিরাজুল ইসলামের ছেলে নাছির উদ্দিন জানান, প্রতিদিন আবাদীজমি থেকে মাটি কাঁটছেন মাটি ব্যবসায়ী জুয়েল এসব মাটি কাঁকড়া যোগে বিভিন্ন ইট ভাটায় বিক্রি করছেন। ফলে রাস্তা,ঘাট নষ্ট হচ্ছে। আমাদের ঈদগাহ মাঠটি ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এসব মাটি কাঁটা হচ্ছে আবাদী জমি এবং খাস জমি থেকে ফলে ঝুঁকিপূর্ণ হয়ে দ্বারিয়েছে ঈদগাহ মাঠ ও কালভার্টটি। জেলা প্রশাসক মহোদয়ের হস্তক্ষেপে অতীদ্রুত মাটি ব্যবসায়ী জুয়েল এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্হা নেয়ার জোর দাবী জানান। এব্যপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল আলম জানান বিষয়টি নিয়ে আগে কোন অভিযোগ ছিলো না। বিষয়টি যাচাই পূর্বক আইনানুগ ব্যবচ্ছা গ্রহণ করা হবে।