‘‘মজবুত হলে পুষ্টির ভিত, স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত’’ এই স্লোগান নিয়ে জনসাধারণের পুষ্টি চাহিদা পুরণ করে মেধাবী জাতি গঠনের লক্ষ্য পঞ্চগড় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৩ উদযাপন উপলক্ষে জাতীয় পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের সম্মলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় পুষ্টি সপ্তাহ উপলক্ষে ৭-১৩ জুন পর্যন্ত নানা কর্মসুচি গ্রহন করা হয়। জাতীয় পুষ্টি প্রতিষ্ঠানের সহযোগিতায় সিভিল সার্জন অফিসে এ সভার আয়াজন করা হয়। স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক আজাদ জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা পুষ্টি সম্বয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হানান শেখ বলেন, জেলা ও উপজেলা পর্যায় জাতীয় পুষ্টি সপ্তাহ সফলভাব উদযাপন করতে পারবো। সপ্তাহর গুরুত্ব বোঝাতে হবে। সকলের সহযাগিতায় পুষ্টি কে এগিয় নিয়ে যেতে হবে। স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে ছড়িয়ে দিতে হবে। সঠিক পুষ্টি নির্বাচন করতে পারলে ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। সুস্থ থাকা সম্ভব। বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ও (এনজিও) তাঁরা কাজ করবেন। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী সানিউল কাদের। সভায় ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মা. শামীম সিদ্দিক, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক অনিরুদ্ধ কুমার রায়, জেলা শিক্ষা অফিসার মা. শাহীন আকতার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম, এনজিও প্রতিনিধি আকতারুন নাহার সাকী, বীর মুক্তিযাদ্ধা এটিএম সারোয়ার হাসান, কমিটির সদস্য ও সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, সফিকুল আলম প্রমুখ বক্তব্য দেন। সভায় সপ্তাহব্যাপী কর্মসুচি ঘোষণা করেন কমিটির সদস্য সচিব সিভিল সার্জন ডা. রফিকুল হাসান রিমন। সভায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা পুষ্টি বিষয়ক কর্মকর্তা লঙ্কশ্বর বর্মন। সভাটি সঞ্চালনা করেন জেলা স্বাস্থ্য শিক্ষা অফিসার মা. জিয়াউদ্দিন। সভায় সদস্য সচিব সিভিল সার্জন ডা. মা. রফিকুল হাসান রিমন সপ্তাহব্যাপী কর্মসূচি পাঠ করে বলেন, সপ্তাহ উদযাপন উপলক্ষে চিত্রাংকন, বির্তক প্রতিযাগিতা, পুষ্টি সচতনতা বিষয়ক আলাচনা সভা, সভায় কিশোর কিশোরীদের উন্নতমানের পুষ্টিকর খাবার পরিবেশন, জেলা হাসপাতাল স্বাস্থ্য পরীক্ষাসহ বিনামূল্যে গ্লুকোজ পরীক্ষা এবং সমাপনী অনুষ্ঠান, আলাচনা সভা ও পুরস্কার বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।