গাজীপুরের শ্রীপুরে ফরেষ্টবিট কর্মকর্তার বিরুদ্ধে কৃষকের ঘর গুড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনা ঘটেছে উপজেলার কেওয়া গ্রামে। ভূক্তভোগী কৃষক রবিরার শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ও শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর ন্যায়বিচারের জন্য অভিযোগ করেন। ভূক্তভোগী আবু সাঈদ উপজেলার কেওয়া গ্রামের মৃত আবেদ আলীর ছেলে। অভিযুক্তরা হলো শ্রীপুর সদর বিটের বিট কর্মবর্তা মীর মো. বজলুর রহমান,বন প্রহরী শেখ আকিজ, আ.রশিদ সহ অজ্ঞাত২/৩জন। অভিযোগে জানাযায়, আবুসাইদ ৭নং কেওয়া মৌজায় এসএ ৫৮৭ নং খতিয়ানের ৩০৮৩ নম্বর দাগে ৭.৭৫ শতাংশ জমির মালিক। ওই জমি বনভূমি বা গেজেট ভূক্ত নয়। আবুসাইদ ওই জোত নং ১৭৭১ খরিদ করে নিজনামে নামজারী করে বসতবাড়ি নির্মাণ করে ভোগ দখলে আছেন। কিছু আগে আবু সাঈদ বাদী হয়ে কেওয়া এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে মোঃ শহিদ বেপারী সহ কয়েকজনের নাম উল্লেখ করে মাননীয় এমপি মহোদয়, জেলা প্রশাসক, উপজেলা নিবার্হী কর্মকর্তা, ও শ্রীপুর থানা সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন। শুক্রবার(৩জুন) অভিযুক্তরা আবুসাইদের বাড়িতে অভিযান চালায় বন বিভাগ। বন বিভাগের লোকজন আবু সাঈদের বাড়ি বনের জমি দাবী করে ওই বাড়ির বাথরুম, গেইট, টয়লেট সীমানা দেয়াল ভাংচুর করে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি করেন। শ্রীপুর সদর বিটকর্মকর্তা মীর মো. বজলুর রহমান জানান, বিষয়টি এলাকা থেকে অভিযোগ করেন বন বিভাগের জমি। সঠিক কাগজপত্র দেখে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।