নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দেড় কোটি টাকা মূল্যের ৪৭ হাজার ৫’শ পিস ইয়াবা ট্যাবলেটের একটি চালানসহ দেশের শীর্ষ মাদক চোরাচালান চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩১ মে) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার মেঘনা টোল প্লাজা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় জব্দ করা হয় মাদক পাচারের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার। গ্রেফতারকৃতদের মধ্যে একজন নারী সদস্যও রয়েছে। মিয়ানমার থেকে আসা বিপুল পরিমান মাদকের এই চালানটি কক্সবাজার থেকে ঢাকা ও পার্শবর্তী বিভিন্ন জেলায় পাচার করা হচ্ছিল। বৃহস্পতিবার (১ জুন) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মো: আমীর খসরু। গ্রেফতারকৃতরা হচ্ছে কক্সবাজার জেলা সদরের বারোয়াখালী থানার সিকদার পাড়া গ্রামের সায়েদ ইশতিয়াক আহাম্মদ, চট্টগ্রাম জেলার পাঁচলাইশ থানার হাঠাজারী এলাকার দৌলত আজিম ভুইয়া, তার স্ত্রী সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানার আলমপুর গ্রামের মীম আক্তার ওরফে খুশী এবং কুমিল্লা জেলার লাকসাম থানার কোমার ডোগা গ্রামের মুজিবুল হক। অভিযানে নেতৃত্ব দেয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন জানান, বুধবার রাতে কক্সবাজার থেকে বিপুল পরিমান ইয়াবার একটি বড় চালান ঢাকার উদ্দেশ্যে পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সোনারাগাঁ থানা পুলিশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজার নিকটে চেকপোস্ট স্থাপন করে। রাত দুইটার সময় সন্দেহভাজন একটি প্রাইভেট কারকে থামানোর সিগন্যাল দিলে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে যাত্রীবেশে থাকা মাদক কারবারীরা পালানোর চেষ্টা করে। এসময় গাড়ির চালক ও নারীসহ চারজনকে আটক করা হয়। পরে তাদের সাথে থাকা তিনটি ব্যাগ তল্লাশি করে ২৩৮টি প্লাস্টিকের জীপার প্যাকেটে মোড়ানো অবস্থায় ৪৭ হাজার ৫’শ পিস ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক মূল্য প্রায় দেড় কোটি টাকা। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো: আমীর খসরু জানান, জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেন তারা দেশের শীর্ষ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য এবং প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তাদের মধ্যে দুইজন ইতিপূর্বে ইয়াবার বড় চালানসহ গ্রেফতারও হয়েছিল। গ্রেফতারকৃত এই চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে সোনারগাঁ থানায় মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।