![Daily Nabochatona](https://dailynabochatona.com/wp-content/uploads/2023/01/31BwAd3.png)
লক্ষ্মীপুর রায়পুরে গত মঙ্গলবার ঢাকা থেকে প্রকাশিত দৈনিক নবচেতনা পত্রিকার ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ যোহর নামাজের পর রায়পুর পাঞ্চায়েত বাড়ী জামে মসজিদে দৈনিক নবচেতনা পত্রিকার সম্পাদক লায়ন শাখাওয়াত হোসেন এর রোগ মুক্তি ও দৈনিক নবচেতনা পত্রিকার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন। ক্বারী মোহাম্মদ ইউসুফ আলী ভূইয়া, মোঃ- মহিউদ্দিন, মোঃ- মাহতাব হোসেন , হাফেজ ইমরান কাজী, ডাক্তার দেলোয়ার হোসেন, হাফেজ রুহুল্লাহ, দৈনিক আজকের জনবানীর জেলা প্রতিনিধি জাকির হোসেন ,দৈনিক ডেল্টা টাইম পত্রিকার প্রতিনিধি এম,এস শিমুল হোসেন প্রমূখ।
অনুষ্ঠান শেষে জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক ও দৈনিক নবচেতনার রায়পুর প্রতিনিধি আবু মুসা মোহন এতিমদের মধ্যে খাবার বিতরণ করেন।