দৈনিক নবচেতনা পত্রিকার ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে গতকাল মঙ্গলবার দৈনিক নবচেতনার নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে দৈনিক নবচেতনা পত্রিকার সম্পাদক ও প্রকাশক লায়ন মো. সাখাওয়াত হোসেন বলেন, বঙ্গবন্ধুকন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিডিয়া বান্ধব। যতদিন বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্র ক্ষমতায় থাকবেন ততদিন দেশের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া সংবাদ পরিবেশনে স্বাধীন ও নিরাপদ থাকবে। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন সাংবাদিক বান্ধব নেতা। তার সুযোগ্য উত্তরসূরী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মিডিয়া বান্ধব হবেন এটাই স্বাভাবিক। শত প্রতিকূলতার মধ্যেও গণমাধ্যমকে তিনি নিরাপদ রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন। উক্ত আলোচনায় সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক ভোরের ডাক পত্রিকার সম্পাদক ও প্রকাশক বেলায়েত হোসেন। তিনি বলেন, সংবাদ পরিবেশনের ক্ষেত্রে দ্বায়িত্বশীলদের আরো অধিক যত্নবান হওয়া উচিত। সেই সঙ্গে সাংবাদপত্রকে টিকিয়ে রাখতে সরকারের তরফ থেকে আরো সহযোগিতা বাড়ানো প্রয়োজন। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমাচার পত্রিকার সম্পাদক এমডি আসাদুজ্জামান, বাংলার ডাক পত্রিকার সম্পাদক মনোয়ার হোসেন, আমার দিন ও ডেইলি ইকোনোমিক পত্রিকার সম্পাদক আহসান হাবিব, দেশের কণ্ঠ পত্রিকার সম্পাদক আলমগীর হোসেন, দৈনিক নবচেতনার নির্বাহী সম্পাদক রেদুয়ান খন্দকার, বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শাহ্ আলম সুরমা প্রমুখ। উক্ত অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন দৈনিক নবচেতনা উপ-সম্পাদক সালাম মাহমুদ। সার্বিক তত্বাবধানে ছিলেন দৈনিক নবচেতনার সহকারী সম্পাদক মীর্জা সিনথিয়া ও বাণিজ্যিক সম্পাদক মাহিদুল ইসলাম খান জাকির।