বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ গোবিন্দগঞ্জ উপজেলা শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৩০ মে) দুপুরে পৌর শহরের গোবিন্দগঞ্জ বিএম বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান শিক্ষকদের মতামতের ভিত্তিতে পঁচারিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু বক্কর সিদ্দিককে সভাপতি ও গোবিন্দগঞ্জ বিএম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারঃ) ননী গোপাল রায়কে সাধারণ স¤পাদক করে ২৪ সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এ উপলক্ষে পঁচারিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু বক্কর সিদ্দিক সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক ও গোবিন্দগঞ্জ বিএম বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মোকাদ্দেস আলী প্রধান বাদু।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফ হোসেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) ইজার উদ্দিন, উপজেলা মাধ্যমিক অফিসার শাহআলম পারভেজ, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ জেলা শাখার আহবায়ক মোঃ মাহবুব আলম প্রমানিক, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ জেলা শাখার সদস্য সচিব মোঃ রবিউল ইসলাম। এতে উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন। পরে সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ গোবিন্দগঞ্জ উপজেলা শাখায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের অন্তর্ভূক্ত করে ৬৫ সদস্যদের মূল কমিটি ঘোষণা করা হয়েছে। অনুষ্ঠানের সঞ্চলনা করেন কোমরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম ও অভিষেক অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন গোবিন্দগঞ্জ বিএম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারঃ) ননী গোপাল রায়। উপজেলা কমিটির নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ স¤পাদক বলেন, সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের বেতন বৈষম্য নিরসন, উচ্চতর গ্রেডপ্রাপ্তি ও মাধ্যমিক শিক্ষা সরকারিকরণের দাবি বাস্তবায়নে আমাদের এই সংগঠন কার্যক্রম চালিয়ে যাবে।