ঠাকুরগাঁও সদর ও জেলা তথ্য অফিসের উদ্যোগে ২৫ মে বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদের সভাকক্ষে “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয়” শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য, পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি ও উপদেষ্টা মন্ডলির সদস্য রমেশ চন্দ্র সেন এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট অরুণাংশু দত্ত টিটো, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মোঃ মনসুর আলী, সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামান, ঠাকুরগাঁও জেলা তথ্য অফিসের সহকারি তথ্য অফিসার এইচ. এম. শাহজাহান মিয়া, প্রমুখ । এছাড়া আরো উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সুশীল সমাজের সদস্যবৃন্দ, সংবাদকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত আলোচনা সভায় ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে চতুর্থ শিল্প বিপ্লবের গুরুত্ব ও এর চ্যালেঞ্জ মোকাবিলায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।